প্রতিনিধি:গ্রেপ্তার আতংকে আছেন লক্ষ্মীপুরের রায়পুরসহ ৫ উপজেলার বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা। প্রায় নেতা-কর্মী তাদের ফোন বন্ধ করে রেখেছেন। দিনে থাকলেও রাতে থাকেন না বাড়িতে। পুলিশ জানান, গত ৬ দিনে ৬২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এছাড়াও বৃহস্পতিবার লক্ষ্মীপুর সদরে সাবেক এমপি ও বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চোধুরী এ্যানীকে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন পুলিশ।
অপরদিকে-১০ জুলাই সারা দেশের সঙ্গে লক্ষ্মীপুর সরকারি সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ, পলিটেকনিক ও রায়পুরসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোটা সংস্কার আন্দোলন ছড়িয়ে পড়ে। ১৬ জুলাই থেকে জেলায় সংঘাত ও সহিংসতা দেখা দেয়। অভিযোগ উঠেছে, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত থাকলেও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু এবং লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর একাংশ)) আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর-১ (রামগন্জ) আসনের এমপি আনোয়ার হোসেন খাঁন ও লক্ষ্মীপুর-৪ (কমলনগর ও রামগতি) আসনের এমপি মোহাম্মদ আবদুল্লাহ সহ অনুসারীরা মাঠে না নামায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ রয়েছে।
পুলিশ জানায়, গত রোববার সরকারি কাজে বাধা ও বিস্ফোরক আইনে ১৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৬০-৭০ জনকে আসামি করে একটি মামলা করা হয়। লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. অলি উল্লাহ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলায় লক্ষ্মীপুর সদর উপজেলায় বিএনপির অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অন্যরা আগে মামলার আসামি ছিলেন।
জেলা বিএনপির দেওয়া তথ্য অনুযায়ী, লক্ষ্মীপুরে নতুন করে আরও একটি মামলা করেছে পুলিশ। এ মামলায় বিএনপির ৮৩ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। বিএনপির দাবি, এর মধ্যে শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতি রাতে নেতা-কর্মীদের বাড়িতে অভিযান চালানো হচ্ছে।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব হাছিবুর রহমান বলেন, গত ৬ দিনে জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক নেতা-কর্মীর বাড়িতে হানা দিয়েছে পুলিশ। যাঁদের নামে কোনো মামলা নেই, তাঁদেরও বাড়িতে গেছে পুলিশ। নেতা-কর্মীদের হয়রানির উদ্দেশ্যে গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে।
হাছিবুর রহমান আরও জানান, লক্ষ্মীপুরে পুলিশকে বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। অথচ সদর থানায় একটি মামলা করে পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে।
জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, সংকট পরিস্থিতির আলোকে আমি ঢাকায় আটকা থাকলেও নেতাদের সঙ্গে যোগাযোগ করেছি। কর্মীদের নিয়ে মাঠে থাকার অনুরোধ করেছিলাম।।।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন ফারুক মজুমদার বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অপরাধীদের গ্রেপ্তার করার চেষ্টা হচ্ছে। আর পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় মামলা করা হয়েছে।