লক্ষ্মীপুরে ১৫ আগষ্ঠ পালন উপলক্ষে প্রস্ততিমূলক সভা

প্রতিনিধি: আগামী ৫ আগষ্ঠ শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৫ তম জন্মবার্ষিকী উপযাপন, ৮ আগষ্ঠ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৪ তম জন্মবার্ষিকী,১৫ আগষ্ঠ জাতীয় শোক দিবস যথাযোগ্য ও মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা ২৮ জুলাই (রোববার) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক সুরাইয়া জাহান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন,পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রফিকুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেহের নিগার, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া প্রমুখ। এসময় বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন