লক্ষ্মীপুরে দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ

প্রতিনিধি: ২০২৩-২৪ অর্থ বছরে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অনুদান খাত থেকে প্রাপ্ত তহবিল হতে অসহায়, গরীব, দুস্থদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণী ২৯ জুলাই (সোমবার) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জেপি দেওয়ান, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ জেলার বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ ও গরীব ৩৪ জনের মাঝে ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৭০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন।

 

আরও পড়ুন