রামগতি পৌর ছাত্রদল আহ্বায়ককে বহিষ্কার

সারোয়ার হোসেন, রামগতি,লক্ষ্মীপুর:চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা ভঙ্গ ও বিশৃঙ্খল কার্যক্রমের সাথে জড়িত থাকার অভিযোগে লক্ষ¥ীপুরের রামগতি পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহাজাদা প্রিন্সকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ৮জুলাই (বৃহস্পতিবার) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লক্ষ্মীপুর জেলা শাখার দপ্তর সম্পাদক আকবর হোসেন মুন্না স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা ছাত্রদলের প্যাডে এ বহিষ্কারাদেশের অনুমোদন দিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন।
নোটিশে বলা হয়, পৌর ছাত্রদলের আহবায়ক শাহাজাদা প্রিন্স কেন্দ্রিয় ও জেলা ছাত্রদলের নিদের্শনা ভঙ্গ ও বিশৃঙ্খল কার্যক্রমের সাথে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র নির্বাহি কমিটির সহ-শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান জানান, দলীয় নির্দেশনা অমান্য করে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করা হলে বিএনপি ও অঙ্গ সংগঠনের যে কাউকেই বহিষ্কার করাসহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের বিশৃঙ্খল কার্যক্রম থেকে দুরে থাকার আহবান জানান।

আরও পড়ুন