লক্ষ্মীপুরে বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো মানুষ

প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলায় দুই দিনের টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন এমকি পৌরসভার এলাকা গুলোতে টানা বর্ষণের কারণে দেখা দিয়েছে জলাবদ্ধতা ।জেলার রামগতি, কমলনগর উপজেলার উপকূলীয় এলাকা সমূহে পানিবন্ধি হয়ে পড়েছে শত শত মানুষ। অনেকের মাছের ঘের, শাকসবজি, ধানসহ বিভিন্ন কৃষি পন্য নষ্ট হয়ে গেছে। এ ছাড়া সদর উপজেলার মান্দারী, তেওয়ারীগঞ্জ, ভবাণীগঞ্জ, দিঘলী, কুশাখালী, চর রমণী মোহন, শাকচর, টুমচর বিভিন্ন ই্উনিয়নে একই চিত্র দেখা গেছে। গতকাল রোববার (১৮ আগস্ট) বৃষ্টি রেকর্ড করা হয় ১’শ ৩৮ মিলিমিটার। টানা বৃষ্টির কারণে নিম্ম আয়ের মানুষ পড়েছেন চরম বিপাকে।এ ছাড়াও বৃষ্টি অব্যাহত থাকলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন লক্ষ্মীপুরের কৃষি বিভাগ।
অপর দিকে লক্ষ্মীপুর পৌর শহরের জেবি রোড, বাঞ্চানগর, সমসেরাবাদ, শেখ রাসেল সড়ক, শিল্পী কলোনী, সোনালী কলোনি,জেবি রোড, কলেজ রোড ও মিয়া আবু তাহের সড়কসহ বিভিন্ন এলাকায় হাঁটুপানি জমে থাকায় দুর্ভোগের মধ্যে পড়েছে পৌরবাসী।
জানা যায়, টানা বৃষ্টিতে লক্ষ্মীপুর পৌর শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পৌর এলাকাবাসী। সামান্য বৃষ্টি হলে বাসাবাড়ি ও সড়কে হাঁটুপানি জমে যায়। সঠিকভাবে ড্রেনেজ ব্যবস্থা না করা এবং খালগুলো ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতা দেখা দেয় বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
লক্ষ্মীপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন জলাবদ্ধতার কথা স্বীকার করে বলেন, ‘যেসব জায়গায় পানি জমেছে বা ড্রেন দিয়ে পানি নামতে সমস্যা হচ্ছে। ওই সব যায়গা ড্রেন পরিষ্কার করে দ্রুত সময়ে যাতে করে পানি সরানো যায় তার কাজ চলছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদ-উজ-জামান, পাশাপাশি রামগতি আবহাওয়া সতর্কীকরণ কার্যালয়ের কর্মকর্তা মো. সৌরভ হোসেন বলেন, ‘টানা বৃষ্টি হচ্ছে। কখনো হালকা, কখনো মাঝারি আবার কখনো মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে। রোববার বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয় ১’শ ৩৮ মিলিমিটার।

আরও পড়ুন