প্রতিনিধি: লক্ষ্মীপুরে সাব্বির হত্যা মামলার অন্যতম আসামি লক্ষ্মীপুর থানা আওয়ামী লীগ সভাপতি ও চররুহিতা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পাটওয়ারীকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২১ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে মঙ্গলবার (২০ আগস্ট) রাতে রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকা থেকে শিক্ষার্থীরা তাকে আটক করে। তিনি বর্তমানে বসুন্ধরা ভাটারা থানা হেফাজতে রয়েছেন।
গ্রেপ্তার কবির পাটওয়ারী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়নের আপন মামা।
তিনি বলেন, শিক্ষার্থীরা কবির পাটওয়ারীকে আটকের পর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হয়েছে বলে ঢাকারা ভাটারা থানা থেকে আমাদের নিশ্চিত করেছেন। ভাটারা থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করবেন। কবির পাটওয়ারী শিক্ষার্থী সাব্বির হত্যা ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার আসামি।
গত ৪ আগস্ট লক্ষ্মীপুরে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের গুলিতে ৪ শিক্ষার্থী নিহত হন। এর মধ্যে সাব্বির হোসেন রাসেল হত্যার ঘটনায় ৯১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা করা হয়। ১৪ আগস্ট সাব্বিরের বাবা আমির হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। ঢাকায় আটক কবির পাটওয়ারী এ মামলার ৪ নম্বর আসামি।
এ ছাড়া ৪ আগস্ট দায়িত্বরত কাজে বাধাসহ পুলিশের ওপর হামলার ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭০০ জনের নামে মামলা দায়ের করা হয়। ১২ আগস্ট সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনবিক চাকমা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলার ৫ নম্বর আসামি কবির পাটওয়ারী।