লক্ষ্মীপুরে দোকান ও বাসা পুঁড়ে যাওয়ার ঘটনায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি: বাসা ও দোকান ঘর পুঁড়ে যাওয়ার ঘটনায় সহযোগীতা চেয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এক ব্যবসায়ী। ২৪ আগষ্ট (শনিবার) দুপুরে বাগবাড়ি একটি দৈনিক পত্রিকা কার্যালয়ের এই সম্মেলনের আয়োজন করেন লক্ষ্মীপুর পৌরসভার ৬নং ওয়ার্ড বাঞ্চানগর গ্রামের মৃত আলহাজ¦ খোরশেদ আলম চৌধুরীর পুত্র আলহাজ¦ নুরু চৌধুরী। তিনি লিখিত বক্তব্যে জানান, আমি একজন ব্যবসায়ী গত ০৪/০৮/২০২৪ ইং (রোববার) বিকেল আনুমানিক ৪.০০ ঘটিকার সময় লক্ষ্মীপুরে কোটা আন্দোলন চলাকালে তমিজ উদ্দিন ঈদগাহ মাঠের (পূর্ব পাশের্^) নুরু ভিলার একে এম সালাহ উদ্দিন টিপুর অংশে আগুন ধরিয়ে দেয়। উক্ত আগুনের কারণে আমার দক্ষিণ, পূর্ব ও উত্তর পার্শে^র অংশে আগুন ছড়িয়ে যায়। ২য় তলায় আমার বসবাসকৃত বাসা ও নীচ তলায় ব্যবসা প্রতিষ্ঠান জাপানী নুরু এ্যাকুরিয়াম সেন্টার এবং আমার ভাড়াটিয়া প্রতিষ্ঠান মার্ক ফ্যাশন হাউসের সব মালামাল ও উপকরণসহ সব পুঁড়ে যায়। এতে আমার আনুমানিক ৭৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়।
উল্লেখ যে, ওই ভবণের একটি অংশের মালিক আমি আলহাজ¦ নুরু চৌধুরী এবং অপর একটি অংশের মালিক একে এম সালাহ উদ্দিন টিপু। আমি সব হারিয়ে এখন সর্বহারা অবস্থায় আছি। ইতিমধ্যে এ ঘটনায় সদয় অবগতির জন্য সদর থানায় একটি জিডি করি যার নং- ৬২৮, তারিখ-২০/০৮/২০২৪ ইং। এ ছাড়া সদয় অবগতি ও আর্থিক সহায়তার জন্য গত ২১/০৮/২০২৪ ইং তারিখে লক্ষ্মীপুরের মাননীয় জেলা প্রশাসক সুরাইয়া জাহান বরাবর একটি আবেদন দায়ের করি। এ ব্যাপারে আপনাদের মাধ্যমে সদয় অবগতি ও প্রশাসনের কাছে আর্থিক সহায়তা কামনা করছি।

 

আরও পড়ুন