বন্যার্ত ৬০০ পরিবারকে ত্রাণ সহায়তা দিচ্ছে সমাজসেবক মাসুদ

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা:সপ্তাহজুড়ে ভারী বর্ষণ আর মেঘনা নদীর জোয়ারের পানিতে লক্ষ্মীপুর জেলা বন্যাকবলিত হয়েছে। এসব জেলার পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে সমাজসেবক মোঃ মাসুদ আলম। জেলার রায়পুর উপজেলার পানিবন্দি অন্তত ৬০০ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন তিনি।বন্যার্ত মানুষের সংকটময় পরিস্থিতিতে মাসুদ আলম দুর্গতদের পাশে দাঁড়াতে আজ রোববার পিকআপে ত্রাণ সামগ্রী নিয়ে বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দিয়েছেন। মাসুদ আলম হাইটেক কনসেপ্ট লিমিটেডের চেয়ারম্যান।

মাসুদ আলম বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দেশের প্রতিটি বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, আকস্মিক বন্যায় লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। অসহায় গৃহহীন আশ্রিত মানুষের মাঝে খাদ্য ও বিশুদ্ধ পানির মারাত্মক অভাব দেখা দিয়েছে। মানুষে হিসেবে বিপদসংকুল মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।

ত্রাণ পেয়ে রায়পুর উপজেলার রাবেয়া বেগমের চোখেমুখে আনন্দ। তিনি বলেন, এখন পর্যন্ত আমাদেরকে কেউ ত্রাণ দেয়নি। পরিবারে ছয় সদস্য রয়েছে। দিনমজুর স্বামীর আয় রোজগার বন্ধ পানির কারণে। সব মিলিয়ে আমাদের কষ্টের জীবন চলছে।

কেরোয়া গ্রামের রিয়াজ হোসেন (৬০) বলেন, ‘এবারের বন্যায় আমার বাড়ির ভিটা একটি পুকুরে পরিণত হয়েছে। এই বিপদের দিনে আমাদের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানাচ্ছি।’

প্রতি পরিবারের জন্য দেওয়া হয় ৫ কেজি চাল, এক কেজি মসুর ডাল, এক লিটার বোতলজাত সয়াবিন তেল, আলু, প্যাকেটজাত এক কেজি লবণ ও বোতলজাত পানি ও বিস্কুট। তিনটি করে মোমবাতি ও দুটি করে দেশলাই।

মাসুদ আলম দীর্ঘদিন থেকে প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন সড়কে বাতি ( সড়ক বাতি) স্থাপন করে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানসহ নানান ভাবে সমাজসেবা করে আসছেন।

আরও পড়ুন