প্রতিনিধি: লক্ষ্মীপুরে বৃষ্টি কমে রোদ উঠার পরও পানি কমছে না। উল্টো বিভিন্ন স্থানে উজানের পানি বেড়ে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এ দিকে বন্যার কারণে লক্ষ্মীপুরে ২২ হাজার মানুষের বিদ্যুত সংযোগ বন্ধ রয়েছে। পানি না কমা পর্যন্ত লাইন সচল করা সম্ভব হচ্ছেনা বলে জানান পল্লী বিদ্যুত সমিতি।লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সূত্রে জানা যায়, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির ৫ লাখ ৩৭ হাজার গ্রাহক আছেন। এর মধ্যে ২৪ আগষ্ট (শনিবার) পর্যন্ত প্রায় ২২ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার কারণে গত ৪ দিন ধরে তাঁদের বিদ্যুৎ-সংযোগ বন্ধ রাখা হয়েছে।
জেলায় ১৩টি বিদ্যুৎ উপকেন্দ্রে আছে। এর মধ্যে বটতলী, ভবাণীগঞ্জসহ বিভিন্ন উপকেন্দ্রগুলো কাছাকাছি পানি। পানি বেড়ে গেলে জেলায় পুরো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কা আছে। এ ছাড়া সদরসহ বিভিন্ন উপজেলায় অনেক বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে। অনেক স্থানে গাছ উপড়ে পড়ে তার ছিঁড়ে গেছে। এতে তারগুলো পানিতে ডুবে গেছে। সড়কে পানি উঠে চলাচল ব্যহত কারণে কর্মচারীরা যেতে পারছেনা।
পল্লী বিদ্যুৎ সমিতির জিএম আসাদুজ্জামান খান জানান, চার দিন ধরে বিদ্যুৎ সরবরাহ কিছুটা ব্যাহত হচ্ছে। এ সমস্যা সাময়িক জানিয়ে তিনি বলেন, পানি কমে গেলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। গ্রাহকের নিরাপত্তার কারণে প্রায় ২২ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বন্যা পরিস্থিতি উন্নতি হলে সব বিদ্যুত সরবরাহ নিশ্চিত করা হবে।