শিক্ষকের উপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

প্রতিনিধি: ঢাকায় শিক্ষা ভবন, ঢাকায় সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীর নেতৃত্বে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের উপর হামলা প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপরে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। বাংলাদেশ মাধ্যমিক সরকারী উচ্চ বিদ্যালয় শিক্ষক সমিতির জেলা শাখার আয়োজনে ১৮ সেপ্টেম্বর (বুধবার দুপুরে) প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুর জাহের,মো: সেলিম, মজিবুর রহমান,রাকিব হোসেন, আনোয়ার হোসেন, শরীফ মুজাহিদুল হাসান, মো: হেলাল,মোঃ সালাহ উদ্দিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। বক্তারা বলেন, গতকাল মঙ্গলবার ঢাকা শিক্ষা ভবণ প্রাঙ্গণে কর্মসূচি চলাকালে উপজেলা মাধ্যমিক অফিসারদের একটি দল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর ন্যাক্কারজনক ভাবে হামলা করে। এসময় এক শিক্ষক গুরুতর আহত হয়।
বক্তারা অভিযোগ করে বলেন, উপজেলা শিক্ষা অফিসার পদটি প্রকল্প থেকে নিয়োগপ্রাপ্ত হয়ে অবৈধ উপায়ে রাজস্বে স্থানান্তরিত হয় এবং পরে নিয়মিত হয়। এই পদটি ব্লক পোষ্ট হওয়া সত্ত্বেও উপজেলা শিক্ষা অফিসাররা পর পর ২টি সিলেকশন গ্রেড পেয়ে ৬ষ্ঠ গ্রেডে উন্নীত হয় যা ছিল সম্পূর্ণ বেআইনি।
বর্তমানে শিক্ষা অফিসাররা আবারও অবৈধ ভাবে নিয়োগ বিধি উপেক্ষা করে সহকারী উপজেলা শিক্ষা অফিসার থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার থেকে সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে যাওয়ার জন্য নানান ভাবে অপচেষ্টা ও তদবির চালাচ্ছে। মূলত এই পদ গুলো সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের শতভাগ পদায়নের পদ।
বক্তারা অবিলম্বে ওই সব পদ সমূহে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের পদায়ন ও হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তি দাবী করেন।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রামগঞ্জ এমকে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

আরও পড়ুন