প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে হত্যার হুমকি ও চাঁদা দাবির মামলা না তুলে নেওয়ায় মামলার বাদী প্রবাস ফেরত নাজিমুল সৈয়ালকে (৬০) পিটিয়ে রক্তাক্ত জখম করেছে মামলার আসামিরা। বর্তমানে রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে আহত নাজিমুল সৈয়াল।মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারের প্র্বু দিকে সৈয়াল বাড়ীর সামনে রাস্তার ওপরে এ ঘটনা ঘটে।
বুধবার বিকালে চিকিৎসাধিন নাজিবুল জানান, একই এলাকার ছোটন হোসেন রাসেলদের সাথে পারিবারিক বিরোধের জের ধরে ১২ বছর আগে ডুবাই চলে যাই। প্রায় চার মাস আগে বাড়ীতে আসেন তিনি। জুলাই মাসে একই এলাকার মৃত ওসমানের ছেলে বখাটে ছোটন হোসেন রাসেলসহ স্থানীয় কয়েকজন এক লাখ টাকা চাঁদা দাবি করেন। না দিলে শারিরীরভাবে ক্ষতি করার হুমকি দেয় তারা।
এঘটনা স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের জানালে কোন বিচার না পাওয়ায় নিরুপায় হয়ে ছোটন হোসেন রাসেলসহ ৬ জনকে আসামী করে লক্ষ্মীপুরের রায়পুরের আদালতে ৭ ধারায় মামলা করি, তা ২৫ সেপ্টেম্বর শুনানী রয়েছে।
মঙ্গলবার দুপুরে (১৭ সেপ্টেম্বর) বাড়ীর পাশে সরকারি লীজকৃত জমি জোরপুর্বক দখলসহ ফলজ গাছ রোপন করার চেষ্টা চালায় বখাটে রাসেল, তার ৩ ভাই-ভাতিজাসহ কয়েকজন । এসময় তাদেরকে বাধা দিলে তারা চলে যায় এবং রাতে বাড়ীর সামনে আমাকে একা পেয়ে রাসেল, ছলেমান, নাজমুল, রাহুল, রেহান ও আরমান সহ ৭/৮ জন সন্ত্রাসী রড ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে জখম করে মোবাইল ও এক লাখ দশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় প্রাণনাশের হুমকিও দিয়ে যায় তারা।
অভিযোগের বিষয়ে ছোটন হোসেন রাসেল বলেন, নাজিবুলের সাথে আমাদের পর্ব বিরোধ রয়েছে। সে বিদেশ থেকে এসে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। মঙ্গলবার রাতে তার সাথে হাতাহাতি হয়েছে।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি আহত নাজিমুল সৈয়াল জানিয়েছেন। তাকে চিকিৎসা নিতে বলা হয়েছে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।