লক্ষ্মীপুর : সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে অংশীজনের অংশ গ্রহনে মতবিনিময় সভা ২৯ জানুয়ারী (বুধবার) লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আকতার হোসেন,সেনাবাহিনী লক্ষ্মীপুর ক্যাম্পের অধিনায়ক মেজর জিয়া উদ্দিন,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: জসীম উদ্দিন, সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, বিআরটিএ সহকারী পরিচালক মো: কামরুজ্জামান, সচেতন নাগরিক কমিটি সনাক জেলা শাখার সভাপতি প্রফেসর জেড এম ফারুকী প্রমুখ।
সভায় সম্প্রতি লক্ষ্মীপুর বেশ কয়েকটি দূর্ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং পরিবহন সেক্টরে চরম নৈরাজ্য বন্ধে বিভিন্ন ধরনের সুপারিশ মালা পেশ করেন বিভিন্ন বক্তারা।
বক্তারা আরও বলেন,বাংলাদেশের মতো আর কোন দেশে সড়ক দূর্ঘটনায় এত বেশী হতাহতের নজির নেই। সড়কে ফিটনেসবিহীন গাড়ী চলাচল,অদক্ষ চালক ও অসতর্ক যাতায়াতের কারনে এদেশে এমন দূর্ঘটনার কবলে পড়তে হয়।
এসময় বক্তারা সড়কে সরকারের তদারকি সংস্থার বিভিন্ন সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেন। একই সাথে নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সবাইকে সড়কে সতর্ক চলাফেরা সহ সচেতনতা বৃদ্ধির আহবান জানান।
সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ,সাংবাদিক, পরিবহন সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
