লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৯ জানুয়ারী (বুধবার) দুপুরে শহরের ১৫ নং ওয়ার্ডের জনৈক জসিম উদ্দিন ভবণের ৩য় তলা থেকে মোঃ মাহমুদুল হাসান জিহাদ (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।এসময় তার পায়ের জুতার নীচ থেকে ৫৪০০ (পাঁচ হাজার চারশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। যার বাজার মূল্য আনুমানিক ১৬ লক্ষ ২০ হাজার টাকা।
জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাহাদাত হোসেন টিটু বিষয়টি নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে জিহাদ জানান, বিভিন্ন কৌশল অবলম্বন করে কক্সবাজার-চট্টগ্রামসহ একাধিক এলাকা হতে ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) সংগ্রহ করে স্থানীয় মাদকসেবীদের মধ্যে উচ্চমূল্যে মাদকদ্রব্য বিক্রয় করে সে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান তিনি।
