প্রতিনিধি: লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ৩’শ ইভেন্টে ৯৭২ শিক্ষার্থীকে পুরুষ্কারের মাধ্যমে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।রবিবার (২ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।প্লে থেকে দ্বাদশ শ্রেনীর দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ৯৭২ জনকে পুরস্কার প্রদান করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন পরিচালক মাওলানা আবদুল করিম, বাকের হোসেন, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, সহকারি শিক্ষক ফারহানা আক্তার, ইসমাইল হোসেন, আতিকুর রহমান, মারজাহান মুন্নী, আবিদা বিন্তি, আশরাফুল ইসলাম প্রমুখ।
অতিথিরা বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহযোগিতা করে। তাদের মোবাইলবিমুখ রাখতে হবে এবং পড়ালেখায় মনোযোগী হতে হবে। ভালো ভাবে পড়ালেখা করে যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।