লক্ষ্মীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার

প্রতিনিধি: খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ০২ ফেব্রুয়ারী (রোববার) নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে খাদ্য বিষয়ক সেমিনার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সেমিনার বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভুঁইয়া, জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. কাজী আব্দুল মমিন, সচেতন নাগরিক কমিটি সনাক জেলা শাখার সভাপতি প্রফেসর জেড এম ফারুকী প্রমুখ। শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলার নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্ত্তী।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীদের নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করা জরুরি। লক্ষ্মীপুর প্রত্যেকটা বিদ্যালয়ে এই নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার বার্তা পৌঁছে দেয়ার জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে জেলা প্রশাসন এর পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তার আশ্বাস দেন তিনি।
সনাক লক্ষ্মীপুর এর সভাপতি প্রফেসর জেড এম ফারুকী বলেন “আমরা জাতি হিসেবে অত্যন্ত দুর্ভাগা যে আমাদের নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা অত্যন্ত নাজুক। আমাদের প্রত্যেককে আরও সচেতন ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের জনগণের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করার তাগিদ থেকে পাশ হওয়া নিরাপদ খাদ্য আইন ২০১৩ বাস্তবায়নের লক্ষ্যে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হয়। দিনটির গুরুত্ব অনুধাবন করে ২০১৮ সাল থেকে প্রতি বছর ২রা ফেব্রুয়ারি জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়ে আসছে।
সেমিনারে বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন