জনগণের অধিকার যেন লুণ্ঠিত না হয় সেই সর্তক থাকতে হবে

লক্ষ্মীপুর :  জামায়াতের কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য  ও ঢাকা উত্তর মহানগর শাখার সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, নতুন বাংলাদেশের জনগণের অধিকার যেন লুণ্ঠিত না হয় সেই সর্তক থাকতে হবে।  এক সাগর রক্তের বিনিময়ে জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ শুভ সূচনা হয়েছে তা ধরে রাখতে হবে।  আবারও প্রয়োজনীয় সংস্কার শেষ করে জাতীয় নির্বাচন আয়োজন করার জন্য অন্তবর্তি সরকারের প্রতি উদাত্ত আহবান জানান তিনি।
২১ মার্চ (শুক্রবার) বিকেলে লক্ষ্মীপুর শহরে একটি বেসরকারী রেষ্টুরেন্টে জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সম্মানে জেলা জামায়াতের ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রেজাউল করিম।
আওয়ামীলীগের বিচার আগে নির্বাচন করার কোন অধিকার নেই। তারা পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন বাহিনীতে ব্যবহার করে জনগণকে গুলি করে হত্যা করেছে। জুলুমের বিচার বাংলার মাটিতে হতে হবে। বিগত দিনে ফ্যাসিবাদ ও দূর্নীতি তৃণমূল পর্যায়ে চলে গেছে। সেই হিসেবে জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন করা যেতে পারে মন্তব্য করেন তিনি।
জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাড: নজির আহমদ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী ফারুক হোসেন নুর নবী, নায়েবে আমির এ আর হাফিজ উল্যা, শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন