সারোয়ার হোসেন, রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা:লক্ষ্মীপুরের রামগতিতে স্কুল পড়ুয়া এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে স্থানীয় ইমন (২১) নামের একজনকে আটক করেছে পুলিশ। ২২ মার্চ (শনিবার) দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থী ও তার মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। ভুক্তভোগী পরিবারসূত্রে জানা গেছে, ইমন উপজেলার চরগাজী ইউনিয়ন ৮নং ওয়ার্ডের মো. সিরাজের ছেলে। গত কয়েক মাস ধরে ইমন ওই এলাকার স্কুল পড়ুয়া একটি মেয়েকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছে। তাকে কুপ্রস্তাবের পাশাপাশি শারীরিক হেনস্তা ও ইভটিজিং করে। তার এমন উত্যক্তের প্রতিবাদ করলে মা-মেয়ের দিকে তেড়ে আসে সে। উপায়ান্তর না দেখে থানায় অভিযোগ দেন তারা। এদিকে ইমন ও তার ভাই সাইফুল ইসলাম এলাকায় সেনাবাহিনীর সোর্স পরিচয় দিয়ে সাধারণ মানুষদের ভয়ভীতি প্রদর্শন করে আসছে।ভুক্তভোগি ছাত্রীর মা বলেন, তার মেয়েকে ইমন সবসময় ইভটিজিং করে আসছে। তারা ইমনের অসামাজিক কর্মকান্ডে অসহায়। সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকেন। একজন অসহায় মা হিসেবে মেয়ের সম্মান রক্ষায় প্রশাসনের কাছে সহায়তা চান।
জানা যায়, এর আগে ইমনের বাবা সিরাজও এক প্রতিবন্ধী নারীর সাথে অনৈতিক কাজে ধরা পড়ে জনতার তোপের মুখে তাকে বিবাহ করেন। কিছুদিন আগেও ইমনের ভাই সাইফুল আরেক গৃহবধূর সাথে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হন। সেনাবাহিনীর সোর্স পরিচয় দিয়ে তারা এসব কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
স্থানীয়রা জানান- ইমন, তার বাবা সিরাজ ও ভাই সাইফুল বিভিন্ন নারীদের সাথে এমন কর্মকান্ড করে আসছে দীর্ঘদিন থেকে। এসব অনৈতিক কর্মকান্ড নিয়ে ওই এলাকায় তারা বেশ সমালোচিত।এ বিষয়ে ইমনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তার ভাই সাইফুল ইসলাম বলেন, ইমনের নাম্বার বন্ধ। আপনারা নিউজ করে কি করবেন? এমন প্রশ রেখে তিনি বলেন, আপনারা লেখেন- কোন সমস্যা নেই।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, ঘটনা শুনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনা হয়েছে। ঘটনাটির তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।