প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেছেন, গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।বিচার প্রার্থীরা যথাসময়ে যেন তাদের ন্যায় বিচার পায় সেই দিকে সর্তক থাকবে। তিনি বলেন, গ্রাম আদালতে যদি মামলার জট লেগে থাকলে ন্যায় পাওয়ার ক্ষেত্রে অনেক সময় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তিনি আজ শনিবার (২২ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগের সহযোগীতায় ২ দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: জসীম উদ্দিন এর সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, সহকারী কমিশনার সাইদুজ্জামান খান, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক খন্দকার মো: আবেদ উল্লা, উপজেলা সমন্বয়কারী মো: ইমরান সিকদার, আবদুল্লাহ আল মামুন প্রমুখ। প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমিসহ উপজেলা রিসোর্স টিমের (ইউআরটি) সদস্যগণ অংশ নেয়।
জেলা প্রশাসক আরও বলেন, গ্রামের অনেক অসহায় ব্যাক্তিরা জানেনা জেলা সদরে কোথায় বিচারের জন্য যেতে হবে। এ ধরনের অসহায়দের জন্য গ্রাম আদালতে বিচার পাওয়ার ব্যবস্থা রয়েছে।
সমাজে নানান অসংগতি ও অন্যায় গুলো বিচার গ্রাম আদালতের মাধ্যমে সমাধান করা সম্ভব। তাই আসুন আমরা যারা গ্রাম আদালতের সাথে সম্পৃক্ত তারা অসহায় মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তরিক ভাবে কাজ করি।
