লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে ২টি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী আনোয়ার হোসেন নিকু (৩২) কে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (২১ মার্চ) দুপুর ২টায় সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন নিকু পাঁচপাড়া গ্রামের মন্দার দিঘীর পাড় এলাকার তরিক উল্যাহর ছেলে।
জানা যায়, গ্রেফতারকৃত আসামী নিকু চন্দ্রগঞ্জে ছাত্রলীগ নেতা সজীব ও পাঁচপাড়া ২নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মো. নুরু টেইলার হত্যার এজাহারভুক্ত আসামী। এছাড়াও তার বিরুদ্ধে ২টি অস্ত্র আইনে ও ২টি ডাকাতি মামলা রয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ জানান, হত্যাসহ বিভিন্ন মামলার আসামী আনোয়ার হোসেন নিকুকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন ধরে অভিযান চলছিল। শুক্রবার তাকে পাঁচপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
