লক্ষ্মীপুরের রায়পুর-পানপাড়া সড়ক সংস্কারে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠেছে। এ প্রেক্ষিতে রবিবার দুদকের চাঁদপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেন।
সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়, সড়কটি সংস্কারের ৩-৪ মাসের মাথায় এর বিভিন্ন জায়গায় ডিপ্রেশন তৈরি হয়েছে। যা তদন্তে প্রমানিত হয়।বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দরাও। তবে কয়েক দফায় পুনঃসংস্কার করায় সড়কটির বর্তমানে ভালো অবস্থায় রয়েছে। কিন্তু সড়কটির পাশে খাল থাকায় এবং সাইড ওয়াল না থাকায় ভবিষ্যতে পুনরায় ডিপ্রেশন তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ করা হলে, তারা নিয়মানুযায়ী ডিপ্রেশনের মেরামত কাজ করে যাবে বলে দুদক টিমকে নিশ্চিত করে।
এছাড়াও অভিযান চলাকালে রায়পুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে এ বিষয়ক কাগজ-পত্রাদি সংগ্রহ করা হয়।