নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের কমলনগরে কমিউনিটি ক্লিনিকের দরজার তালা ভেঙে আইপিএস’র ব্যাটারি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে এ ঘটনায় ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) কামরুল ইসলাম কমলনগর থানায় জিডি করেছেন।
এর আগে বুধবার (২৫ জানুয়ারি) রাতের কোন একসময় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া মাহফুজুর রহমান কমিউনিটি ক্লিনকে এ চুরির ঘটনা ঘটে।
ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) কামরুল ইসলাম বলেন, রাতে তালা ভেঙ্গে ক্লিনিকে চোর ঢুকে আইপিএস’র ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। সকালে ক্লিনিকে গিয়ে দেখি মেঝেতে কাগজপত্র ও ওষুধ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, কে বা কারা ক্লিনিকের ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি তদন্ত চলছে।