লক্ষ্মীপুরে বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মেহেদী আহম্মেদ মুরাদ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ এপ্রিল) সকাল ৯ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ নেওয়ার পথে তার মৃত্যু হয়। এরআগে ভোরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ভবানীগঞ্জ-রিপুজি মার্কেট আঞ্চলিক সড়কের বালুরটেক এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। এসময় তার সঙ্গে থাকা মোটরসাইকেলের এক আরোহী আহত হয়।

নিহত মেহেদী ভবানীগঞ্জ ইউনিয়নৈর ৩ নম্বর ওয়ার্ডের চরভূতা গ্রামের মেঘনা বাজার এলাকার আলী হোসেনের ছেলে। তিনি পেশায় কাভার্ডভ্যান চালক। দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোতাহের আলী ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আহসান উল্যা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানায়, ভোরে মেহেদী বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। এসময় তার সঙ্গে আরও একজন ছিল। মেহেদী মোটরসাইকেল চালাচ্ছিলেন। ঘটনাস্থল পৌঁছলে দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এতে মেহেদী ও তার সঙ্গে থাকা যুবক গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। মেহেদীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। ঢাকা নেওয়ার পথে সকাল ৯ টার দিকে তার মৃত্যু হয়।

ইউপি সদস্য আহসান উল্যা বলেন, দুইদিন আগে মেহেদী মোটরসাইকেলটি কিনে। সেই মোটরসাইকেল নিয়েই ঘর থেকে বের হয়েই দুর্ঘটনায় তিনি মারা যান।

 

আরও পড়ুন