গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার প্রকৌশলীকে দাবী মতো ঘুষের টাকা না দেয়ায় এক ঠিকাদারের দরপত্র বাতিলের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে দুলন এন্টারপ্রাইজ নামের এই ঠিকাদারী প্রতিষ্ঠান এ ঘটনার তদন্তের জন্য গাজীপুর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক বরাবর আবেদন করেছেন।
দুলন এন্টারপ্রাইজের মালিক নাজমুন নাহার বলেন, তিনি শ্রীপুর পৌরসভার তালিকাভুক্ত ঠিকাদার। সম্প্রতি শ্রীপুর পৌরসভা ১৮টি প্যাকেজের দরপত্র আহবান করলে তিনি দরপত্র দাখিল করেন। তিনি ৪% এভাবে দরপত্র জমা দিলেও অন্যান্য ঠিকাদার ৫% দরপত্র জমা দেন। বিধি অনুযায়ী কাজটি তার প্রতিষ্ঠানের অনুকূলে দিতে পৌরসভার নির্বাহী প্রকৌশলী সালেহ আক্তার তার কাছে দুই লাখ টাকা দাবি করেন। তিনি এ টাকা না দেয়ায় তার দরপত্র বাতিল করে ৫% এভাবে তিনি কাজ দেন। এর ফলে তিনি যেমন ক্ষতিগ্রস্থ হয়েছেন তেমনি সরকারের প্রায় লাখ টাকা ক্ষতি হয়েছে।
অভিযোগের বিষয়ে শ্রীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সালেহ আক্তার বলেন, দুলন এন্টারপ্রাইজ তার আবেদন পূরণ করতে ভূল করেছেন আর টাকা চাওয়ার বিষয়টিও ঠিক নয়।