লক্ষ্মীপুরে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে বাড়ির সামনের রাস্তার ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় জোহান হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে সদর উপজেলার টুমচর ইউনিয়নের টুমচর গ্রামের নিমতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

জোহান টুমচর গ্রামের বড়বাড়ির ঠিকাদার মুক্তার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির সামনের রাস্তায় গেলে দ্রুতগতির একটি অটোরিকশা জোহানকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন