শান্তি সমাবেশ সফল করতে শ্রমিক লীগের প্রস্তুতি সভা

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে শ্রমিক লীগ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।

জেলা শ্রমিক লীগের আহবায়ক ইউছুফ পাটোয়ারীর সভাপতিত্বে ও সদস্য সচিব বেলাল হোসেন ক্বারীর সঞ্চালনায় এতে জেলা কমিটির সাবেক সভাপতি নুরুল হুদা বকুল, সাবেক সাধারণ সম্পাদক শামছুল আলম, জেলা কমিটির যুগ্ম-আহবায়ক মামুনুর রশিদ ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বাহার উদ্দিনসহ ৬ থানা, ৪ পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক ও যুগ্ম-আহবায়কগণ উপস্থিত ছিলেন।

শ্রমিক লীগের আহবায়ক ইউছুফ পাটোয়ারী বলেন, আগামি শনিবার দুপুর ২ টার দিকে এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শ্রমিক লীগের উদ্যোগে শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে অন্তত ১০ হাজার নেতাকর্মী অবস্থান নিশ্চিত করা হবে। লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক লীগ শক্তিশালী ভূমিকা রাখবে।

আরও পড়ুন