লক্ষ্মীপুরে শ্রমিক লীগের শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে শান্তি সমাবেশ করেছে জাতীয় শ্রমিক লীগ। শনিবার (৮ এপ্রিল) বিকেল মধ্য বাঞ্চানগর এন আহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা শ্রমিক লীগের ব্যানার এ আয়োজন করে।

জেলা শ্রমিক লীগের আহবায়ক ইউছুফ পাটওয়ারীর সভাপতিত্বে ও সদস্য সচিব বেলাল হোসেন ক্বারীর সঞ্চালনায় এতে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ, আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ মান্না, যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, শ্রমিক লীগ নেতা মামুনুর রশিদ ভূঁইয়া প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি দেশব্যাপী ফের আরাজকতা সৃষ্টি করতেই দলবদ্ধ হওয়ার চেষ্টা করছে। কিন্তু তাদেরকে সে সুযোগ দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিএনপিকে প্রতিহত করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে রয়েছে।

আরও পড়ুন