ভোলা সংবাদদাতা: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে আসমা বেগম ওরফে ঝুমুর নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কমিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ ওই গ্রামের রাকিব হোসেনের স্ত্রী ও চরফ্যাশন পৌরসভার রুহুল আমিনের মেয়ে।
নিহত গৃহবধূর শাশুড়ি ফাতেমা জানান, পুত্রবধূ ঝুমুর ও তার স্বামী রাকিব আলাদা ঘরে থাকেন। ঘটনার দিন রাকিব কাজে যান। ঝুমুর তার ছেলেকে নিয়ে দরজা বন্ধ করে ঘরেই ছিলেন। হঠাৎ নাতির কান্নার শব্দ শুনে তিনি ঝুমুরকে ডাকেন। কিন্তু কোনো সাড়া শব্দ পাননি। তখন তিনি বাহির থেকে দরজা খুলে ঘরে ঢোকেন এবং দেখতে পান ঘরের আড়ার সঙ্গে ঝুঁলছে পুত্রবধূ ঝুমুর। আর বিছানায় কাঁদছে নাতি। পরে তিনি চিৎকার করলে বাড়ির অন্য সদস্যরা ছুটে গিয়ে পুত্রবধূকে উদ্ধার করেন। তবে কি কারণে পুত্রবধূ গলায় ফাঁস দিয়েছেন তা তিনি জানেন না।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহামান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তবে গৃহবধূর শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। গলায় ওড়নার দাগ রয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তে জন্য লাশ ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।