লক্ষ্মীপুরে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশু‌র

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের রায়পুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় জামিল হোসেন নামে চার বছর বয়সি এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার চরবংশী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জামিল হোসেন চরবংশী গ্রামের জাহের মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে শিপন বড়ুয়া জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শিশু জামিল আহত হয়। তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওসি বলেন, ‘এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় চালককে আটক করা হয়নি। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। তবে পরিবার অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন