রামগঞ্জ সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর টামটা ওয়ার্ডের পশ্চিম টামটা তুলাতলী মিঝি বাড়ির উত্তরে ফসলি জমিতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে ফারুক হোসেন (৩৫) নামের একজনকে মারধর ও ঘরে হামলা করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৮ জুলাই) জুমার নামাজের পর স্থানীয় নাহিদ, নাসির (ওরফে কাউয়া নাসির), এর নেতৃত্বে নাসির হোসেন, রেদোয়ান, পারভেজ হোসেন সহ ৪০, ৫০ জনের দুর্বৃত্তরা এসে এই হামলার চালায়। হামলার সময় বাড়ির লোকজন হামলাকারীদের চিহ্নিত করতে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।
জানা যায়, তুলাতুলি মিঝি বাড়ির উত্তরের কৃষি জমির বালু স্থানীয় নিশান ও আল আমিন বালু ব্যবসায়ী শাহ জাহান পাটোয়ারীর কাছে বিক্রি করে। পরে তুলাতুলি মিঝি বাড়ির ভুক্তভোগী কৃষক মোঃ আ. মন্নান, ছেলে মোঃ ফারুক হোসেন, কাশেম আলী, আব্দুল মতিন, আতিকুল্লাহ, ইয়াসিন মাস্টার সহ কয়েকজন মিলে গত কিছুদিন পূর্বে অবৈধ ড্রেজার মেশিন বন্ধ করতে উপজেলা এসিল্যান্ড বরাবর অভিযোগ দেন, পরবর্তীতে ড্রেজার বন্ধ না হওয়ায় জেলা ডিসি অফিসার বরাবর অভিযোগ করেন তারা। এই অভিযোগের সূত্র ধরে ফারুক হোসেন এর উপর হামলা চালায় এবং তার ঘর ভাঙচুর করেন।
এবিষয়ে ভুক্তভোগী ফারুক হোসেন জানান, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে কেন অভিযোগ করেছি সেটার জন্য সন্ত্রাসী নাহিদ, নাসির এর নেতৃত্বে ৪০-৫০ জন দুর্বৃত্ত এসে আমার উপর হামলা চালায় এবং আমার ঘর ভাঙচুর করেন। আমি এর সুষ্ঠ বিচার চাই।
এঘটনায় অভিযুক্ত নাহিদ, নাসির (ওরফে কাউয়া নাসির) ও নাসির, রেদোয়ান, পারভেজ হোসেন এদের কাউকে পাওয়া যায়নি।
স্থানীয় কাউন্সিলর সহীদ পাটোয়ারী জানান, হামলার বিষয়ে আমি কিছুই জানিনা, তারা আমাদেরকে জানিয়েছে, আমি পরক্ষণে মাটি উত্তোলন কারীদের বলেছি, কিন্তু তারা আমার কথা শুনছেন না।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মনিরা খাতুন জানান, আমাকে জানানোর পরে পৌর তৌশিলদার ইলিয়াকে স্থানে পাঠিয়ে ড্রেজার মেশিন বন্ধ করে দিতে নির্দেশ দেওয়া হয়। তাদের হুমকি ধমকি দিচ্ছে এই মর্মে আমি তাদেরকে থাকায় অভিযোগ করতে বলেছি।