লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেছে যুবলীগ। ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহবায়ক বায়েজীদ ভূঁইয়ার নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সদরের মীরগঞ্জ বাজার এলাকা থেকে মিছিল শুরু হয়ে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে কালো পতাকা প্রদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহবায়ক বায়েজিদ ভূঁইয়া, রায়পুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহবায়ক শাকিল চৌধুরী, যুবলীগ নেতা দিপু মাহমুদ, রাজু পাটওয়ারী, দিদার মোল্লাসহ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ জঙ্গিবাদ মুক্ত হয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকার এ দেশকে জঙ্গিবাদের দেশ বানিয়েছিল। তারা সারাদেশে একযোগে বোমা হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা এদেশের ভালো চায় না। ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল তাদের দোসর বিএনপি-জামায়াত বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বারবার মাথা চাড়া দিচ্ছে। তাদের প্রতিহত করতে দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।