লক্ষ্মীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পোস্টার, ফেস্টুন, লিফলেট বিতরণ ও মশার ঔষুধ ছিঁটানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে ও লক্ষ্মীপুর পৌরসভার সহযোগীতায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এসময় জেলা প্রশাসক সুরাইয়া জাহান কলেজ শিক্ষার্থীসহ পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশ সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। জমে থাকা পানি পরিস্কার করতে হবে। এতে পরিবারের প্রত্যেককেই সচেতন হয়ে কাজ করতে হবে।
প্রসঙ্গত, লক্ষ্মীপুরে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এ মৌসুমে ১৭২২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে গত ২৪ ঘন্টায় জেলায় ৪১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৬৪জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।