মাহমুদউল্লাহকে এশিয়া কাপের স্কোয়াডে না রাখায় মানববন্ধন

এশিয়া কাপের স্কোয়াডে মাহমুদউল্লাহ্ রিয়াদকে না রাখার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মানববন্ধন করেছে তার ভক্ত সমর্থকরা। শুক্রবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সরাইল বিশ্বরোড গোল চত্বরে মানববন্দন করে মাহমুদউল্লাহকে এশিয়া কাপের দলে অন্তর্ভূক্ত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তার ভক্ত-সমর্থকরা।

মানববন্ধনে যোগ দেয়া মীর সোহাগ নামে এক যুবক বলেন, মাহমদুউল্লাহ বাংলাদেশ ক্রিকেটের দূর্দিনে নেতৃত্ব দিয়েছেন। বিশ্বকাপ বা এশিয়া কাপের মতো টুর্নামেন্টে মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটারের বিকল্প নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্রামের নাম করে মাহমুদউল্লাহকে সরিয়ে রেখেছে। আমরা চাই মাহমুদউল্লাহকে দলে ফেরানো হোক।

কিছুদিন আগে অভিমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে ২৪ ঘণ্টার মধ্যেই আবার ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নেন তামিম। মাহমুদউল্লাহর বিষয়টি নিয়েও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করলেন তার একভক্ত।

এ সময় সরাইলের মাহমুদউল্লাহ্ ক্রিকেট ভক্তবৃন্দ পক্ষ থেকে মীর সোহাগ, সৈয়দ দেলোয়ার, আল-আমিন, মো. সাব্বির, মো. মাহমুদুল, সাদমান সাকিব, শাকিলসহ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন