সরকার কূটনৈতিক শিষ্টাচার ভুলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (রব) জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।
অবৈধ সরকারের পদত্যাগ ও অন্তবর্তীকালীন সরকারের দাবিতে শুক্রবার (১৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এ শিষ্টাচার বহির্ভূত কাজের জন্য আগামী মাসের মধ্যেই আপনাদের চলে যেতে হবে।এমনকী আগামীকাল রাতেও চলে যেতে পারেন। আপনি চলে যাবেন তাতে কোনো ক্ষতি নেই, সরকার আসবে সরকার যাবে এটাই নিয়ম। কিন্তু জনগণের কি হবে? গণঅভ্যুথান শুরু হয়ে গেছে। ভয়ভীতি দেখিয়ে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না।
প্রচুর লোকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে উল্লেখ করে রব বলেন, কারও কারও বিরুদ্ধে ১০০ টি মামলা দেওয়া হয়েছে। দরকার হলে আমরা জীবন দিয়ে দেব। আমরা দেশটা স্বাধীন করেছিলাম জনগণ যেন ভালো থাকতে পারে তার জন্য।
তিনি আরও বলেন, আজকে জনগণের চিকিৎসার ব্যবস্থা নেই। লাখো মানুষের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, সে দেশের মানুষ কেন বিনাচিকিৎসায় মারা যাবে। এবারই হবে শেষ লড়াই।