দেরিতে এলো ফায়ার সার্ভিস, জকসিনে পুড়েছে ৮ দোকান

লক্ষ্মীপুরের জকসিন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি মুদি দোকানের মালামাল পুড়ে যায়। এতে কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

শনিবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জকসিন বাজার কমিটির কোষাধ্যক্ষ আবদুল মাহবুত শিমুল বলেন, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৪৫ মিনিট পর ঘটনাস্থলে আসেন। তারা দ্রুত এতে ক্ষক্ষতির পরিমাণ কমত।

তিনি বলেন, ‘আগুনে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। আমাদের ধারণা, ১০ কোটি টাকার বেশি মালমাল পুড়ে গেছে। প্রশাসন যাতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করে, আমরা সেই দাবি জানাই।’

ঘটনাস্থল পরিদর্শন করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘আগুনের খবর পাওয়ার সাথে সাথে আমরা ফায়ার সার্ভিসকে খবর দিই। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দেরিতে আসার অভিযোগটি সঠিক নয়।’

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন