বিদ্যুতের তারে জড়িয়ে লক্ষ্মীপুরে প্রাণ গেল যুবকের

লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যুৎ স্পষ্টে মো. রাজু (২৪) নামে এক টিউবওয়েল মিস্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার চরপাগলা গ্রামের করইতলা এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত রাজু পটুয়াখালী জেলার মির্জা গঞ্জ উপজেলার পশ্চিম কাঁকড়াবুনিয়া গ্রামের মালেক খাঁর ছেলে।

রাজুর সাথে থাকা আরেক মিস্ত্রী নেসার আহমেদ জানান, তারা একটি সংস্থার ডিপ টিউবওয়েল বসানোর কাজ করেন । রাজু সকালে পানি না উঠায় মর্টারে হাওয়া সরাতে গিয়ে কারেন্টের তারের সাথে জড়িয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন