লক্ষ্মীপুরে প্রতিবন্ধীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি দিঘী থেকে মানসিক প্রতিবন্ধী ইব্রাহিম খলিলের (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে। তার কপালে জখম থাকায় মৃত্যুর ঘটনাটি রহস্যজনক বলে দাবি করছে পরিবার। মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল ৩ টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। এরআগে নোয়াগাঁও ইউনিয়নের পূর্ব হোটাটিয়া গ্রামের বায়তুল মামুর জামে মসজিদের দিঘী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

খবর পেয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারেক বিন রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত ইব্রাহিম উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ গ্রামের আজগর আহমেদের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, ইব্রাহিম মানসিক প্রতিবন্ধী। প্রায় ৩০ বছর ধরেই প্রতিদিন সকালে তিনি বাড়ি থেকে বের হন। আবার রাতে বাড়িতে ফিরে আসেন। এরমধ্যে তিনি আশপাশের এলাকা ঘুরে বেড়ান। মঙ্গলবার সকালেও একইভাবে তিনি বাড়ি থেকে বের হন। দুপুরে হোটাটিয়া গ্রামের বায়তুর মামুর জামে মসজিদের দিঘীতে এক ব্যক্তি গোসল করতে নামেন। তখন ইব্রাহিমকে ডুবন্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, নিহতের কপালে জখম রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন