লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে পৃথক স্থানে রবিউল ইসলাম (৩) ও সিনিথিয়া আক্তার (১৮ মাস) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকায় সিনথিয়া ও সকালে সদর উপজেলার মিরিকপুর এলাকায় রবিউল পানিতে ডুবে মারা যায়।

নিহত সিনথিয়া লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার মো. মঞ্জুর মেয়ে।

অপর নিহত রবিউল সদর উপজলার বাঙ্গাখাঁ ইউনিয়নের মিরিকপুর রাকিবুল হাসানের ছেলে।

পরিবারের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পৃথক এলাকা শিশু রবিউল ও সিনথিয়া বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। রবিউল খেলতে গিয়ে পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। সিনথিয়ার বিষয়ে পরিবারের লোকজন বিস্তারিত জানায়নি।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এম এ সালাম সৌরভ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই শিশুকেই আমরা মৃত পেয়েছি। পরে স্বজনরা শিশুদের মরদেহ বাড়িতে নিয়ে যায়।

আরও পড়ুন