রায়পুর সংবাদদাতা: তরুণ প্রজন্মদের মোবাইলসহ বিভিন্ন ডিভাইস ঝোঁক কমিয়ে বইমুখী করে তোলার লক্ষ্যে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ কমিট টু চেঞ্জ ’। প্রতি শুক্রবার সংগঠনটি বই পড়ার কর্মসূচি হাতে নিয়েছে। এতে তরুণ-তরুণীরা বিনা খরচে উন্মুক্ত পরিবেশে বই পড়ার সুযোগ পাবে।
লক্ষ্মীপুর সরকারি কলেজ ও রায়পুর সরকারি কলেজ ক্যাম্পাসে শুক্রবার বিকেল ৪টার দিকে প্রথম বই পড়া কার্যক্রম শুরু হয়।
এ সময় তরুণ-তরুণীরা নিরবে বই পড়া কর্মসূচিতে অংশ নেন। এ কার্যক্রম চলে বিকেল ৬ টা পর্যন্ত।
বইপড়ার এমন উদ্যোগের বিষয়ে আলাপ হয় কমিট টু চেঞ্জের প্রতিষ্ঠাতা মো রাকিব আল হাসানের সঙ্গে। তিনি জানান, এখনকার তরুণ বয়সের বিশেষ করে শিক্ষার্থীদের ডিভাইস প্রীতি বেশি। তারা বই পড়তে চায় না। আবার সবার মাঝে ব্যস্ততাও বেশি। এ কর্মসূচীর মাধ্যমে বইয়ের সঙ্গে তাদের ভালোবাসা তৈরি হবে।
‘কর্মসূচিতে আমরা নিজেদের সংগ্রহে থাকা বইগুলো নিয়ে আসা হয়। এ ছাড়া যারা আসবেন তারাও নিজেদের বই আনতে পারেন। এতে একে অপরের বই শেয়ার করে পড়তে পারবে সবাই। প্রতি সপ্তাহ এ কার্যক্রম পুরো জেলাতে চালিয়ে যাবো।
তরুণ তরুণীর দক্ষতা উন্নয়নে সহায়ক হিসেবে কাজ করার লক্ষ্যে ২০২০ সালের ডিসেম্বরে গড়ে ওঠে স্বেচ্ছাসেবী সংগঠন কমিট টু চেঞ্জ । সংগঠনটির পুরো জেলার সদস্য রয়েছেন শতাধিক।