লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে ইলেকট্রিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির হোসেন আজাদ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।


শনিবার (২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের পূর্ব মান্দারী গ্রামে এ ঘটনা ঘটে।

আজাদ ওই গ্রামের আমজাদ মিজিবাড়ির শফিক উল্ল্যার ছেলে। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. কাউসার হামীদ বলেন, আজাদ পাশের বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে যান। এ সময় লাইনে কাজ করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলের পাশে থাকা যুবক সবুজ বিষয়টি বুঝতে পেরে বিদ্যুতের প্রধান লাইন বন্ধ করে দেন। পরে আজাদকে মই থেকে নামাতে গেলে তিনি পড়ে যান। এতে সবুজ মাথায় আঘাতপ্রাপ্ত হন। আজাদকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন