রামগঞ্জ সংবাদদাতা: ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় বুধবার সকাল ১১ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পৌর পূজা উদযাপন পরিষদের সার্বিক সহযোগিতায় এ বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে।
শোভাযাত্রাটি পৌর সোনাপুর শ্রী শ্রী হরিসভা মন্দির থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বলরাম মন্দির, সোনাপুর কালি মন্দির, শ্রী শ্রী বলদেব মন্দির হয়ে হরিসভা নিমন্ত্রণের মাধ্যমে শেষ হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি সমীর রঞ্জন সাহার সভাপতিত্ব করেন। এ সময় শোভাযাত্রায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ সহ সহযোগী সংগঠনের বহু নেতাকর্মীর অংশগ্রহণ করেন। এসময় সনাতন ধর্মালম্বীর ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর রঞ্জন সাহা বলেন, শান্তিপূর্ন ভাবে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা পালন করেছি। পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সহযোগিতা করেছে। আগামীতে এভাবে আমাদের ধর্মীয় উৎসব গুলো সুষ্ঠু ও সুন্দর ভাবে পালন করতে চাই।