লক্ষ্মীপুর জন্মাষ্টমী উৎসব

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। পরে শ্যাম সুন্দর জিউর আখড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে চিত্রাংকন প্রতিযোগীতা ও গীতা যজ্ঞ করা হয়েছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন।

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর ছিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট প্রিয়াংকা দত্ত, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা আবদুল মতলব, রাসেল মাহমুদ মান্না ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার প্রমুখ।

আরও পড়ুন