দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে স্থগিত থাকা নোয়াখালী প্রেস ক্লাবের নির্বাচনের বাধা কেটেছে হাই কোর্টের রায়ে। সোমবার (১৮ সেপ্টেম্বর) মহামান্য হাইকোর্টের বিচারপতি এস এম মনিরুজ্জামান ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রিটের প্রতিপক্ষ আইনজীবী ব্যারিষ্টার ওমর ফারুক জানান, দীর্ঘদিন নির্বাচন বন্ধ থাকার মধ্যে স্থানীয় সাংবাদিক ও প্রশাসন ২০১৭ সালের ২২ জানুয়ারি একটি এডহক কমিটি গঠন করে নির্বাচনের উদ্যোগ নেয়। পরে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত হয়ে যায়।
রিটের শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ ২০১৮ সালের ১৪ অগাস্ট নোয়াখালী জেলা প্রশাসককে শিগগির নির্বাচন করার নির্দেশ দেয়।
এরপর জেলা প্রশাসন ভোটার তালিকা তৈরি করে নির্বাচনের তফসিল ঘোষণা করে। যাতে ভোটের তারিখ দেয়া হয় ২০২২ সালের ২০ ডিসেম্বর। কিন্তু ১৮ ডিসেম্বর মীর মোশররফ হোসেন নামে একজন আরেকটি রিট করেন, যেখানে তিনি নিজেকে নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি দাবি করেন। উল্লেখ করেন, তার কার্যকালের মেয়াদ আরও এক সপ্তাহ আছে। ওই রিটের পরিপ্রেক্ষিতে আদালত নির্বাচন স্থাগিত ও রুল দেয়।
ওই রিটে নোয়াখালীর মূলধারার কোনো সাংবাদিককে পক্ষ করা হয়নি বলে জানিয়ে আইনজীবী ওমর ফারুক বলেন, পরে মূলধারার ৪২ জন স্থানীয় সাংবাদিক এই মামলায় পক্ষভুক্ত হয়ে রুল খারিজের আবেদন করেন। গত ৩ দিন এই রুলের শুনানি শেষে সোমবার রায় দেয় আদালত।
এই মামলার সেই ৪২ জন সাংবাদিকের তদবিরকারী ছিলেন আবু নাছের মঞ্জু।