বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের লক্ষ্মীপুরের নেতৃত্বে আবদুর নুর-নুরুল হুদা

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের নতুন কমিটি অনুমোদন হয়েছে। এতে এডভোকেট জিএইচএম আবদুর নুরকে আহ্বায়ক ও মো. নুরুল হুদা পাটোয়ারীকে সদস্য সচিব করা হয়। ২১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি অনুমোদন হয়।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন ও সদস্য সচিব শেখ ফজলে নূর তাপস বুধবার (২০ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর জেলা কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্য সদস্যরা হলেন নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, তারেক উদ্দিন মাহমুদ চৌধুরী, এ কে এম হুমায়ুন কবির, আবদুল মন্নান মুন্সী, মো. জসিম উদ্দিন, মো. আবুল বাশার, মো. মিজানুর রহমান, মোসাদ্দেক হোসেন চৌধুরী সবুজ, মো. হুমায়ুন কবির হাওলাদার, মো. নুরুল আলম, জহির উদ্দিন মো. বাবর, কবির হোসেন, রহমত উল্যা বিপ্লব, বিদ্যুৎ চন্দ্র নাগ, আবুল খায়ের-২, মঞ্জুর আহাম্মেদ তিতু, মনোয়ার আহম্মেদ চৌধুরী, আরিফুন নবী রাছেল ও ফজলে রাব্বী।

আরও পড়ুন