রামগঞ্জে তিন হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশ ও পরীক্ষা-নিরীক্ষায় অতিরিক্ত টাকা নেওয়ায় তিনটি হাসপাতালের মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-১১ এর সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

 

এসময় রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফয়সাল আমিন ও র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদের নেতৃত্বে একটি টিম উপস্থিত ছিল।

 

অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- আল ফারুক হাসপাতাল, আধুনিক হাসপাতাল ও হলি হোপ হাসপাতাল। এরমধ্যে আল ফারুকের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হোসাইনকে ৫০ হাজার, হলি হোপের ব্যবস্থাপনা পরিচালক রঞ্জিত দাসকে এক লাখ ও আধুনিকের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ জানায়, রামগঞ্জে শতাধিক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। এর অধিকাংশই স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ব্যবসা করছে। এসব প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে এসে বিভিন্ন সময় ভুল চিকিৎসাসহ নানা হয়রানির শিকার হচ্ছে রোগীরা।

 

এ নিয়ে র‌্যাব গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। পরে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সহায়তায় হাসপাতালগুলোতে যৌথ অভিযান চালানো হয়। এতে আল ফারুক, আধুনিক ও হলি হোপ হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ ও পরীক্ষা-নিরীক্ষায় অতিরিক্ত মূল্য নেওয়ার ঘটনা প্রমাণিত হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়েছে।

রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার মনিরা খাতুন বলেন, তিনটি হাসপাতাল মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

আরও পড়ুন