চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী আকবর লক্ষ্মীপুরে অস্ত্রসহ ধরা

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও শিবির ক্যাডার সাজ্জাদের সহযোগী মো. আকবর ওরফে ঢাকাইয়া আকবরকে গ্রেফতার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

লক্ষীপুর জেলার শাকচর এলাকা থেকে গতকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করা করা হয়। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গোপন সংবাদে খবর পেয়ে আকবরকে গ্রেফতার করা হয়েছে। তার নামে ওয়ারেন্ট আছে। তিনি চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও শিবির ক্যাডার সাজ্জাদের নামে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করতেন।’

 

ওসি ফেরদৌস জাহান বলেন, ‘তাকে অনেকদিন ধরেই গ্রেফতারের চেষ্টা করছিলাম। এর আগেও তাকে তিনবার পুলিশ গ্রেফতার করেছে। পরে জামিনে বের হয়ে আবার একই কাজ করেন তিনি।’

সর্বশেষ ২০২২ সালের ৪ সেপ্টেম্বর সন্ত্রাসী ঢাকাইয়া আকবর চট্টগ্রাম নগরীসহ জেলার বিভিন্ন থানায় সন্ত্রাসী, চাঁদাবাজি ও অস্ত্র মামলায় দীর্ঘ দু’বছর কারাবাস করে জামিনে বেরিয়ে আসেন। মুক্ত হয়ে তিনি আগের মতোই অপরাধে জড়িয়ে পড়েন।

 

আরও পড়ুন