প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে লক্ষ্মীপুরে সেলাই মেশিন বিতরণ

লক্ষ্মীপুর জেলা পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহানের উদ্যোগে পরিষদের সম্মেলন কক্ষে এসব বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাইন রাফিন সরকার, প্যানেল চেয়ারম্যান মামুন বিন জাকারিয়া, জেলা পরিষদের সাবেক সদস্য ফরিদা ইয়াসমিন লিকা ও মাহবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করা হয়।

এসময় বক্তারা বলেন, শেখ হাসিনা দেশের নেতৃত্ব সফলভাবে পালন করে এখন বিশ্বে সুনাম ছড়িয়ে পড়েছে। উন্নয়নের ভুমিকা এদেশের মানুষ কখনো ভুলবে না।

আরও পড়ুন