লক্ষ্মীপুরে আত্মগোপনে থেকে চাঁদাবাজি করতো সন্ত্রাসী ‘ঢাকাইয়া’ আকবর

নিজস্ব সংবাদদাতা:চট্রগ্রামের সন্ত্রাসী আলী আকবর (৩১) ওরফে ঢাকাইয়া আকবরকে লক্ষ্মীপুর গ্রেপ্তার করা হয়েছে। গত দুই মাস ধরে আকবর লক্ষ্মীপুরের শাকচর গ্রামের একটি ভাড়া বাসায় থেকে সহযোগীদের মাধ্যমে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে। তবে লক্ষ্মীপুরে আসার অন্য কোন উদ্দেশ্য আছে কি না তা জানা যায়নি।

 

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) তারেক বিন রশিদ প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে আকবরকে সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের একটি বাসা থেক একটি বিদেশী রিভলবার ও একটি দেশীয় এলজিসহ গ্রেপ্তার করা হয়।


আকবর চট্রগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকার চালিতাতলী এলাকার মো. মঞ্জুর মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সিএমপি ও চট্রগ্রামের বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি, ডাকাতি প্রস্তুতিসহ ১০ টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় তাকে লক্ষ্মীপুর আদালতে সৌপর্দ করা হয়েছে।

এসপি তারেক বিন রশিদ বলেন, অস্ত্র উদ্ধারের জন্য আকবরকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হবে। গত দুই মাস ধরে তিনি লক্ষ্মীপুরের শাকচর এলাকার একটি বাসা ভাড়া নিয়ে গোপনে বসবাস করতো। আত্মগোপনে থেকে সে চট্রগ্রাম মেট্রোপলিটন এবং পাশ্ববর্তী এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাতো। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভাড়া বাসায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি ভবনের ছাদে থাকা পানির ট্যাংকির ভেতরে লুকিয়ে পড়ে। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার তথ্যমতে দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন