রামগঞ্জে এমপি ড. আনোয়ার খানের উন্নয়নমূলক কর্মকাণ্ড

রামগঞ্জ সংবাদদাতা: লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনটি ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এরমাঝে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ১নং কাঞ্চনপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায় গত সাড়ে চার বছরে এই ইউনিয়নে স্হানীয় সংসদ ড. আনোয়ার হোসেন খানের হাত ধরে ব্যাপক উন্নয়ন হয়েছে। অনেকগুলি প্রকল্পের কাজ বর্তমানে চলমান রয়েছে এবং কয়েকটি প্রকল্পের কাজ শুরু করার অপেক্ষায় রয়েছে।

মঙ্গলবার, (২৬ সেপ্টেম্বর) সকালে সরজমিন গেলে আওয়ামিলীগ নেতৃবৃন্দ এলাকাবাসী জানান,
গত সাড়ে চার বছরে সম্পূর্ণ হওয়া ও চলমান কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য।

১/ খলিফার দর্জা ব্রিজ থেকে পূর্ব দিকে নোয়াগাঁও শৈরশৈ রাস্তা পর্যন্ত সড়ক সংস্কার, ২/ পূর্ব বিঘা ব্যাপারী বাড়ি থেকে শেখপুরা পর্যন্ত রাস্তা সংস্কার, ৩/ কাটাখালী ওয়াপদা টেক হয়ে পূর্ব দিকে নোয়াগাঁও বাজার সংলগ্ন পর্যন্ত দীর্ঘ সড়ক সংস্কার, ৪/ঠেঙ্গা ব্রিজ থেকে উত্তরে সমিতির বাজার পর্যন্ত সড়ক সংস্কার, ৫/ হাজির পাড়া সিএন্ডবি রাস্তা থেকে পূর্ব দিকে কলাতলী যোগী বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ চলমান, ৬/জয়পুরা সমিতির বাজার থেকে ঘনিয়া পর্যন্ত সড়ক সংস্কার, ৭/কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন হয়ে নবীগঞ্জ বাজার পর্যন্ত সড়ক সংস্কার, ৮/ কাঞ্চনপুর দরগা বাড়ি থেকে গুপ্টি পর্যন্ত রাস্তা সংস্কার, ৯ কাওয়ালিডাঙ্গা জেলা বোর্ডের হয়ে শেখপুরা পর্যন্ত রাস্তা সংস্কার, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সংস্কার, ১০/ কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ, ১১/ বিঘায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা, স্কুল সংলগ্ন শহীদ মিনার, স্কুলের নতুন মাঠ ও ঈদগাহ্ নির্মাণ করা হয়।
১২।বিঘা আহমদিয়া ফাজিল মাদ্রাসার নতুন ভবনের কাজ চলমান, ১৩/ জয়পুরা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ, ১৪/ জয়পুরা ছাইদুর রহমান মিরান শাহ্ উচ্চ বিদ্যালয়ের নতুন চারতলা ভবন নির্মাণ।l, ১৫/ কাওয়ালিডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের কাজ চলমান, ১৬/ নিচহরা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ, ১৭/ সেফালিপারা তরুলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ, ১৮/ শেখপুরা হয়ে নিচহরা পর্যন্ত দীর্ঘ সড়ক সংস্কারের টেন্ডার চূড়ান্ত, ১৯/ বিঘা ব্যাপারী বাড়ি হয়ে নোয়াগাঁও কাটাখালী পর্যন্ত রাস্তা সংস্কারের চূড়ান্ত টেন্ডার, ২০/ বিঘা আহমদিয়া ফাজিল মাদ্রাসা সংলগ্ন ব্রিজ হয়ে বরিগাইশ রোড পর্যন্ত সড়ক সংস্কারের টেন্ডার চূড়ান্ত হয়েছে।

এছাড়াও রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎসহ ব্যাপক উন্নয়ন ও আইনশৃঙ্খলার উন্নতির কথা তুলে ধরেন এলাকাবাসী।
কয়েকজন ইউপি সদস্যরা জানান, এমপি মহোদয়ের ৪ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রথম দিকে করোনা পরিস্থিতি না থাকলে বাকি কাজ গুলোও সম্পন্ন হতো। আমরা চাই ড. আনোয়ার খান আবারও সুযোগ পেয়ে অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত হবে।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জকির মোল্লা জানান, মাননীয় এমপি ড আনোয়ার খান মহোদয় শুধু এলাকার উন্নয়ন করেন শুধু তাই না উনি তাহার নিজস্ব অর্থায়নে শীত আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কম্বল আবার ঈদের সময় গরিব মানুষদের কে সেমাই, চিনি ও আরো অনেক সহযোগিতা করেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ নাছির খান জানান, এমপি মহোদয় কাঞ্চনপুর ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। তারি ধারাবাহিকতায় খলিপার দর্জা পূর্ব পাশের মাঠে মিনি স্টেডিয়ামের জমি অধিগ্রহণ ও কাজ চলমান।এমপি মহোদয়ের আন্তরিকতায় কাঞ্চনপুরে বাকি কাজ গুলো আমরা সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ এবং কাঞ্চনপুর ইউনিয়ন বাসীর প্রাণের দাবি মাননীয় এমপি মহোদয় কে পুনরায় এমপি হিসাবে দেখতে চাই।

আরও পড়ুন