লক্ষ্মীপুরে ফ্যাক্টচেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপ ইউরিয়নের অর্থায়নে ইন্টারনিউজের সহযোগীতায় সিসিডি বাংলাদেশের আয়োজনে দিনব্যাপি কর্মশালায় অংশ নেয় লক্ষ্মীপুরের ১০ সাংবাদিক।
বৃহস্পতিবার বিকেলে শহরের একটি স্থানীয় পত্রিকার অফিসের সেমিনার কক্ষে এ কর্মশালা হয়েছে। ক্রমান্বয়ে দশজন দশজন করে লক্ষ্মীপুরের সাংবাদিকদের এ কর্মশালা করা হবে।
এতে সংবাদের সত্যতা যাচাইয়ের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন সময় টেলিভিশনের লক্ষ্মীপুর প্রতিনিধি মাজহারুল আনোয়ার টিপু, দৈনিক কালের কন্ঠের লক্ষ্মীপুর প্রতিনিধি কাজল কায়েস ও বিজনেস স্টান্ডার্সের প্রতিনিধি সানা উল্ল্যাহ সানু।
এসময় উপস্থিক ছিলেন, বাংলানিউজের লক্ষ্মীপুর প্রতিনিধি নিজাম উদ্দিন, বাংলাটিভির প্রতিনিধি জামাল উদ্দিন রাফি, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি হাসান মাহমুদ শাকিল ও ঢাকা মেইলের রুবেল হোসেনসহ ১০ স্থানীয় সাংবাদিক।
এসময় আলোচকরা বলেন, পাঠকদেরকে বিভ্রান্তি করে এমন কোন সংবাদ প্রচার করা যাবে না। কোন সংবাদ নিয়ে সংশয় থাকলে একটু সময় নিয়ে তৃনমূল পর্যায় থেকে সঠিক তথ্যের সম্বনয়ে সংবাদ পরিবেশন করলে পাঠাকদের হৃদয় জয় করা যাবে। একইসাথে সংবাদ পত্রের প্রতি মানুষের আস্থা বাড়বে। এজন্য প্রত্যেক সাংবাদিক সংবাদ পরিবেশের পূর্বে তথ্যগুলোকে ভালোভাবে যাচাই করতে হবে। অবশ্যই সংশ্লিষ্টদের বক্তব্য থাকতে হবে সংবাদে।