লক্ষ্মীপুরে জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা, শোভাযাত্রা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে এন আহম্মদিয়া বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান করা হয়।
লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের আহবায়ক ইউছুফ পাটওয়ারীর সভাপতিত্বে ও সদস্য সচিব বেলাল হোসেন ক্বারীর সঞ্চালনায় অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন বকুল, আওয়ামী লীগ নেতা এডভোকেট রাসেল মাহমুদ মান্না, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ, জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ ও লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি প্রার্থী নজরুল ইসলাম ভুলু।
এসময় বক্তারা বলেন, বিএনপি ভুয়া ভোটার তালিকা করে ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের উন্নয়নে জনগণ নিজ উদ্যোগে আওয়ামী লীগকে ভোট দেয়। এবারের নির্বাচনেও লক্ষ্মীপুরে সবগুলো আসনে আওয়ামী লীগ বিজয় লাভ করবে। এজন্য আওয়ামী লীগ জনবান্ধব দল হিসেবে পরিচিত লাভ করছে।